গফরগাঁওয়ে ১২টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রাপ্তরা। ১৫টি ইউনিয়নের ১৩৫টি সাধারন সদস্য ও ৪৫ টি সংরক্ষিত মহিলা সদস্যসহ ১৮০ টি ইউপি সদস্যে পদের মধ্যে ৯ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ শেষে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুনন্নার ভূইয়া।

বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন,বারবাড়িয়া ইউনিয়নে মোঃ আবুল কাশেম, চরআলগী ইউনিয়নে মোঃ মাছুদুজ্জামান, সালটিয়া ইউনিয়নে নাজমুল হক ঢালী, যশরা ইউনিয়নে মোঃ তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে মোঃ শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে মোঃ শামছুল আলম খোকন, পাঁচবাগ ইউনিয়নে মোঃ মাহবুবুল আলম, উস্থি ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম তোতা, লইগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, দত্তেরবাজার ইউনিয়নে মোঃ রোকসানা বেগম, পাইথল ইউনিয়নে মোঃ আক্তারুজ্জামান, নিগুয়ারি ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম মৃধা।

এছাড়া লংগাইর ইউনিয়নে ৪ জন, পাইথল ইউনিয়নে ১জন, মমাখালী ইউনিয়নে ১জন, রাওনা ইউনিয়নে ১ জন, যশরা ইউনিয়নে ১ জনসহ মোট ৯ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভূঁয়া বলেন, উপজেলার টাংগাব, মশাখালি ও রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় নির্বাচন অনুুিষ্ঠত হবে। তাছাড়া ১৭১টি ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।