স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়ে ইউটিউবে সাড়া ফেলে দিয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র ক্ষুদে মুজিব ভক্ত শীর্ষ সরকার।
বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর ৭৪ তম জন্মদিনে এই কালজয়ী ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেন।
Little Creative Master Shirsho লিখে ইউটিউবে চার্জ দিলেই পাওয়া যাচ্ছে শীর্ষ সরকারের Historic Speech of 7th march by Bangabandhu Sheikh Mujibur Rahman ভিডিওটি।
এই ক্ষুদে শীর্ষ সরকার ময়মনসিংহের গর্ব। ময়মনসিংহ নগরীর পন্ডিতবাড়ীর বাসিন্দা কৃষিবিদ সুব্রত সরকার ও মলি সরকারের পুত্র শীর্ষ। বাবার কর্মস্থল ঢাকা হওয়ায় বাবা-মা’র সঙ্গে উত্তরা থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে।
শীর্ষ সরকার দাদু বীরমুক্তিযোদ্ধা মনিন্দ্র ভুষন সরকারের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর বাঙ্গালী চেতনা ও ৭ই মার্চের ভাষণ শুনে নিজ বুকে ধারন করে।
বাঙ্গালী জাতীয়তাবোধ থেকেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মুখস্থ করে ফেলে। ভাষণ শুরুর আগে দাড়ানোর ভঙ্গিমার, ভক্তিতা, উপস্থাপনা যেন মনে হয় কালপরিক্রমার ক্ষুদে মুজিব ভাষণ দিচ্ছেন।