শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পেয়েছেন ময়মনসিংহের নান্দাইলের ৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে দরিদ্র-আশ্রয়হীন ৬২ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। পরে স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন উপজেলার ৬২ গৃহহীন প্রত্যেক পরিবারের মাঝে ঘরের চাবি, কবুলিয়াত দলিল ও নামজারী খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র প্রদান করেন।
নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংশা, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, কামরুল হাসনাত ভূইয়া মিন্টু প্রমুখ।