তাড়াইলে আগামী ৩ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী ইজতিমা শুরু

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বেলংকা-ইছাপশর গ্রামে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাহী ইজতিমা।জানা যায় যে,আগামী ৩, ৪, ও ৫ ফেব্রুয়ারী’২০২৩ইং রোজ শুক্র, শনি, ও রবি বার ৩দিন ব্যাপি অনুষ্ঠিত হবে এই ইজতিমা কার্যক্রম। শুক্রবার বাদ জুম’আ কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হবে ইসলাহী ইজতেমা ।
এই বিষয়ে জানতে চাইলে, মোহাম্মাদিয়া দারুসসালাম মাদ্রসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন শফিক ‍বলেন, ইজতিমাকে কেন্দ্র করে ৯ জানুয়ারী’২৩ রবিবার, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসায় আলেম-উলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ইজতিমায় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লামা সাইয়্যেদ মাহমূদ মাদানী দা.বা.। ইংল্যান্ড থেকে আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টেলিভিশনের চেয়ারম্যান মাওলানা ইমাম ক্বাশিম রশিদ আহমাদ সহ বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারগণ আত্বশুদ্ধিমূলক বক্তব্য প্রদান করবেন।তাড়াইল-সাচাইল দারুল হুদা ক্বাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উদ্দীন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজতিমা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এসময় উপস্থিত ছিলেন- জামিয়া ইকরা বাংলাদেশের মুহাদ্দিস, মাও. ছদর উদ্দীন মাকনুন। জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার মুহতামিম, মাওলানা সাঈদ নিজামী। জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক, মাও. আইনুল ইসলাম। জামিয়াতুল ইসলাহ আল-মাদানীয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি মুসলেহ উদ্দীন কাসেমী। দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা সাইদুর রহমান। মাদ্রাসাতুল আতহার দামিহা বাজারের মুহতামিম, মাওলানা জুবায়ের আহমদ। গজরিয়া আতহারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার মুহতামীম, মাওলানা এনামুল হক (বড় হুজুর)। মুজাফরপুর লুৎফিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওলানা বুরহান উদ্দিন। আছিয় খাতুন মহিলা মাদ্রাসার মুহতামিম, মাওলানা আব্দুল্লাহ। উম্মে সলমা রা. কওমী মহিলা মাদ্রাসার মুহতামিম, মুফতী আব্দুল গণী। মারকাযুল কোরআন মাদ্রাসার মুহতামিম, হাফেজ আব্দুল মতিন। মাওলানা মোবারক হুসাইন। মাওলানা আব্দুল হাকিম। হাফেজ মুহাম্মাদ আবু হানিফ সহ প্রমুখ।