মনন সাহিত্য সংগঠনের ব্যাতিক্রম আয়োজন

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

বাবুল সাহা:

মনন সাহিত্য সংগঠনের উদ্যোগে ২২ নভেম্বর-২০২০, শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে পূজা সংখ্যা মনন ম্যাগাজিন প্রকাশ ও ব্যাতিক্রমি আয়োজনে পালিত হবে,’বোনফোঁটা’ দিবস।

 

প্রতিপাদ্য বিষয় হলো “বোনের কপালে দিলাম ফোঁটা, ‘নারী-লাঞ্চনা’ পড়ল কাটা”। এই সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা স্নেহাশীষ চক্রবর্তী প্রতিনিধিকে জানান, আজ কোভিট-১৯ পরিস্থিতিতে বিভিন্ন চাপের মাঝেও সকল সরকারি বিধি মেনে এ কর্মসূচি পালনের উদ্যেগ গ্ৰহন করেছেন।

 

এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সম্ভাব্য যারা থাকছেন, সাহিত্য একাডেমি বিজয়ী বর্ষীয়ান লেখক ষষ্টীপদ চট্টপাধ্যায়, বর্ষীয়ান শিক্ষাবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ সুজিত বসু, কবি ও লেখিকা মন্দ্রাক্রান্তা সেন, বঙ্কিম প্রজন্মের পঞ্চমধারা বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ও বঙ্কিম ও রবীন্দ্র গবেষক ডঃ বিজলী সরকার,কবি অনিরুদ্ধ চৌধুরী,কবি অমিত চক্রবর্তী,লেখিকা ও পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের নাতনী মহাশ্বেতা বন্দ্যেপাধ্যায় প্রমূখ।