স্টাফ রিপোর্টার : র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪ ফুলবাড়ীয়ার লীপুর থেকে কষ্টিপাথরসহ ২জনকে গ্রেফকার করেছে।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ মে বুধবার রাত সাড়ে ৯টায় সময় এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি টহল দল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন লক্ষীপুর মধ্যপাড়া এলাকা থেকে আসামী মোঃ ছিদ্দিক (৬০), পিতা- মৃত জবেদ আলী ও মোঃ সুলতান (৩৭), পিতা- মৃত আবেদ আলী, সর্ব সাং- কাতলাসেন, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে আটক করে। তাদের হেফাজত হতে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর ও ১ টিমোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরদরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরটি নিজেদের হেফাজতে রাখে। তারা আরো জানায়,তারা কষ্টিপাথরের হস্তনির্মিত বিভিন্ন প্রত্বতাত্ত্বিক বস্তু দীর্ঘ দিনযাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছে।এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলারফুলবাড়ীয়াথানায়মামলা দায়েরকরাহয়েছে।